কুষ্টিয়া ভেড়ামারা উপজেলার ৮ নং ওয়ার্ড কুটির বাজার সরদার পাড়ায় গতকাল সকালে বাংলাদেশ গেজেট ভুক্ত ৩৪ নাম্বার বাগদী সম্প্রদায়ের আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
সঞ্জয় সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া আদিবাসী সমাজকল্যাণ বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক, আদিবাসী পত্রিকার প্রকাশক ও সম্পাদক শ্রী নগেন বিশ্বাস। বিশেষ অতিথী ছিলেন রাজবাড়ী আদিবাসী ফোরামের সভাপতি আর কে সরকার, আদিবাসী পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক রাশিদুল ইসলাম, সহকারী সম্পাদক ডি এস টুটুল, সাবেক মেম্বার খাইরুল ইসলাম।
বক্তব্য রাখেন কুমারখালী বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক আশিক সরকার, বেলু সরকার, জীবন বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সুশান্ত ও রমণী সরকার ।
সভায় বক্তারা বলেন বর্তমান সরকার মানুষের ভাগ্যের উন্নয়ন করছে, আমাদের অনেক ক্ষুদ্র নৃগোষ্ঠী এখনো পিছিয়ে রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একটাই দাবি যারা গেজেট ভুক্ত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী আদিবাসী পরিবার রয়েছে তাদেরকে চিহ্নিত করে সরকারের দেওয়া সকল সুযোগ সুবিধা পাওয়ার জোর দাবী করেন।
এবি//দৈনিক দেশতথ্য//ডিসেম্বর ০৩,২০২৩//