ভেড়ামারা, কুষ্টিয়া থেকে জাহিদ হাসান ঃ
কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কামারুল আরেফিন গতকাল সোমবার উপজেলার জনপ্রতিনিধি সরকারি কর্মকর্তা-কর্মচারী ও সুধী জনের শুভেচ্ছা ও মতবিনিময় সভা করেছেন। ওই সভায় কামারুল আরেফিন বলেন, প্রশাসনের ভাবমূর্তি ক্ষুন্ন হয় এমন কাজ কেউ করবেন না। প্রশাসনের কোন কর্মকর্তা দুর্নীতির সাথে জড়াবেন না।
তিনি আরও বলেন, শিক্ষা খাতে কোন ধরনের অনিয়ম ও দুর্নীতি সহ্য করা হবে না। শিক্ষাব্যবস্থার মর্যাদা সমুন্নত রাখতে এবং শিক্ষকের মর্যাদা অক্ষুন্ন রাখতে শিক্ষা প্রতিষ্ঠানে এখন থেকে আর কোন নিয়োগ বাণিজ্য চলতে দেয়া হবে না।
তিনি বলেন আমি শিক্ষকের সন্তান সন্তান। আমি চায় এই এলাকার শিশুরা উপযুক্ত শিক্ষায় শিক্ষা গ্রহণের পরিবেশ পাক। একই ব্যক্তি ৪/৫ টা শিক্ষা প্রতিষ্ঠানে সভাপতি হিসেবে আছেন। এমন অব্যবস্থাপনা চলতে দেবো না। মাদক -সন্ত্রাস নির্মূল করবার জন্য তিনি প্রশাসনকে সর্বতোরূপে সহযোগিতা করার আশ্বাস দেন। অন্যায় অবিচারকে প্রশ্রয় দিয়ে তিনি প্রশাসনের কোন কর্মকর্তার কাছে কোন ধরনের অন্যায় সুপারিশ করবেন না মর্মে ঘোষণা দেন।
ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু, ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মোঃ জহুরুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আলম জাকারিয়া টিপু, মোকারিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সামাদ ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ নুরুল আমিন।
অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ভেড়ামারা পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ভেড়ামারা পৌর আওয়ামী লীগের সভাপতি আবুহেনা মোস্তফা কামাল মুকুল, ভেড়ামারা পৌরসভার মেয়র আনোয়ারুল কবির টুটুল, ধরমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল হক, বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা পবন, ভেড়ামারা পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জব্বার, ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি ডাক্তার আমিরুল ইসলাম মান্নান সহ উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা, জনপ্রতিনিধিদের একাংশ।
এবি//দৈনিক দেশতথ্য//জানুয়ারী ২৩,২০২৪//

Discussion about this post