এনটিভি সাংবাদিক ফারুক আহমেদ পিনু’র ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
গতকাল মঙ্গলবার (৮ আগষ্ট) বিকেল সাড়ে ৫ টায় ভেড়ামারা প্রেসক্লাব হল রুমে এ স্মরণ সভা ও দোয়া মাহফিল আয়োজন করে ভেড়ামারা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।
ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি ডাঃ আমিরুল ইসলাম মান্নান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, ভেড়ামারা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাবলু মোস্তাফিজ, সহ-সভাপতি ফয়জুল ইসলাম মিলন, অর্থ সম্পাদক ইয়ামিন হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মনোয়ার হোসেন মারুফ, দপ্তর সম্পাদক জাহিদ হাসান, আইন বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান চন্দন, নির্বাহী সদস্য- কমরেড আরিফ, লিটন উজ্জামান, তূর্য হোসেন, শাকিল খান, বুলবুল আহমেদ প্রমুখ।
স্মরণ সভার শুরুতে প্রয়াত ফারুক আহমেদ পিনুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা। মাওলানা মুফতি মোহাম্মদ আল আমিন দোয়া মাহফিল পরিচালনা করেন। মাহফিলে ফারুক আহমেদ পিনুর বিদেহী আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
এবি//দৈনিক দেশতথ্য//আগস্ট ০৮,২০২৩//