কুষ্টিয়া ভেড়ামারায় ফেসবুকে মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) কে নিয়ে কুটুক্তি করায় আইনশৃঙ্খলার অবনতি না ঘটে সেই লক্ষে সামাজিক সম্প্রীতি বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার (৪ঠা নভেম্বর) সকাল ১১ টায়
উপজেলা প্রসাশনের উদ্যোগে পরিষদ অডিটোরিয়াম হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আখতারুজ্জামান মিঠু, কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক ও কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল আলীম স্বপন, অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা- দৌলতপুর) সার্কেল মহসীন আল মুরাদ মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা, ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম জহির, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক এসএম আনছার আলী সহ উপজেলার আলেম -ওলামা, বিভিন্ন মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক বৃন্দ।
উল্লেখ্য, গত শুক্রবার (৩রা নভেম্বর) কুষ্টিয়া ভেড়ামারা চাঁদগ্রাম ইউনিয়ন কোদালিয়া পাড়ার মোঃ বিল্লাল হোসেন (৫৫) এর ছেলে সেলিম খাঁন (১৯) ফেসবুকে মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তি করলে সচেতন সমাজ ও ধর্ম প্রাণ মুসলমানেরা তাকে খোঁজাখুঁজি শুরু করে এবং সেলিম এর ফাঁসির দাবী জানান। যাতে তার শাস্তি দেখে আর কেউ মুসলিমদের হৃদয়ের মনি প্রিয় মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তি বা বাজে মন্তব্য করার সাহস না পায়। পরে সেদিন রাতেই অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা- দৌলতপুর) সার্কেল মহসীন আল মুরাদ মিয়া ও ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম জহির এর নেতৃত্বে অভিযানিক টিম মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তিকারী সেলিম কে গ্রেফতার করতে সক্ষম হয়। তার নামে থানায় মামলা করা হয়। বর্তমানে মামলা তদন্তের দায়িত্ব কুষ্টিয়া ডিবি পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ৪ নভেম্বর ২০২৩

Discussion about this post