Print Date & Time : 22 April 2025 Tuesday 10:12 am

ভেড়ামারায় সুজুকি মোটরসাইকেল শোরুম উদ্বোধন

 কুষ্টিয়া ভেড়ামারায় সুজুকি মোটরসাইকেল শোরুমের উদ্বোধন করেছে পরিবেশক মটো প্যারাডাইস।

 গতকাল বুধবার দুপুরে গোডাউন মোড় এলাকার বায়তুল সালাম জামে মসজিদের পাশে অবস্থিত নতুন এ শোরুমের ফিতা এবং কেক কেটে উদ্বোধন করা হয়। 

এ শোরুমে সুজুকি ব্রান্ডের নিত্য নতুন মডেলের মোটরসাইকেলের পাশাপাশি এক ছাদের নিচে গ্রাহকেরা কয়েকটি সেবা পেয়ে থাকবেন- মোটরসাইকেল বিক্রয়, সার্ভিস সেন্টার এবং খুচরা যন্ত্রাংশের বিক্রয় কেন্দ্র। 

অত্র শোরুমের স্বত্বাধিকারী মোঃ শামীমের সভাপতিত্বে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা পৌরসভার মেয়র আনোয়ার কবির টুটুল, মটো প্যারাডাইসের এরিয়া সেলস ম্যানেজার (খুলনা রিজিওন) মোঃ ইয়াসিন, টেরিটোরি সেলস ম্যানেজার মোঃ কাওছার আহম্মেদ, এরিয়া সার্ভিস ম্যানেজার মোঃ সোহানুর ইসলাম, টেরিটোরি সার্ভিস ম্যানেজার গাজী উজ্জল হোসেন, প্যানেল মেয়র মোঃ নাইমুল হক, কমিশনার টমা বিশ্বাস, মাহামুদা ক্লিনিকের প্রোঃ মোঃ গামা প্রমূখ।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, বায়তুল সালাম জামে মসজিদের ইমাম হাফেজ মোঃ আনোয়ার আলী। অনুষ্ঠান শেষে সুজুকী বাইকারদের নিয়ে একটি মোটরসাইকেল র‌্যালি ভেড়ামারা শহর প্রদক্ষিন করে।

খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ৮ নভেম্বর  ২০২৩