জাহিদ হাসান, ভেড়ামারা : কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভা ২নং ওয়ার্ড নওদাপাড়া চেয়ারম্যানমোড় সুমন আলী বিশ্বাসের বাড়িতে স্বর্ণ অলংকার চুরির অভিযোগ পাওয়া গেছে।
গত রবিবার (৩রা নভেম্বর) নওদাপাড়া চেয়ারম্যান মৃত মেহের আলী ছেলে সুমন আলী বিশ্বাসের বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।
এলাকা সূত্রে জানা গেছে, গত রবিবার সকাল ০৯ টা থেকে রাত্রী ১০ টার মধ্যবর্তী যেকোনো সময়ে কে বা কাহারা সুমন আলী বিশ্বাসের বসত বাড়ির ঘরের ভিতরে থাকা আলমারির তালা খুলে অলংকার চুরি করে নিয়ে যায়।
সুমন আলী বিশ্বাস জানান, আমার আম্মা মোছাঃ বেবি খাতুন নানার বাড়ি বেড়াতে গেলে। এই সুযোগে কে বা কাহারা চুপিসারে আমার বসত বাড়িতে প্রবেশ করে কাঠের আলমারির পার্শ্বে থাকা চাবি দ্বারা আলমারির তালা খুলে আলমারিতে থাকা একটি আট আনা ওজনের স্বর্ণের চেইন, দেড় ভরি ওজনের একটি স্বর্ণের মালা, বারো আনা ওজনের সর্বমোট চারটি স্বর্ণের আংটি, ছয় আনা ওজনের এক জোড়া স্বর্ণের দুল, দুই আনা ওজনের একটি স্বর্ণের লকেট যেগুলোর সর্বমোট মূল্য অনুমান ৪,৫১,৭৫০/= (চার লক্ষ একান্ন হাজার সাতশত পঞ্চাশ) টাকা চুরি করে নিয়ে চলে যায়।
এবিষয়ে সোমবার ভেড়ামারা থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
পৌরসভার ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম জানান, সুমন আলী বিশ্বাস আমার প্রতিবেশী। আমি চুরির ঘটনা কথা শুনার পরে ঘটনা স্থানে গিয়েছিলাম। অজ্ঞাত কে বা কাহারা তার পরিবার বাসায় না থাকার সুযোগে স্বর্ণ অলংকার চুরি করে নিয়ে গেছে। তাকে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জকে বিষয়টি জানাতে পরামর্শ দিয়েছি।
এহ/04/11/24/ দেশ তথ্য