কুষ্টিয়া ভেড়ামারায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২৫শে মে) বিকেলে উপজেলা বিএনপি কার্যালয়ে উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের অধিনে ৬ (ছয়) টি ইউনিয়নে ঘোষিত আহবায়ক ইউনিয়ন কমিটি স্থগিত প্রসঙ্গে এ সংবাদ সম্মেলন হয়।
সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য পাঠ করেন, উপজেলা জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক রোকন আহমেদ।
তিনি সংবাদ সম্মেলনে বলেন, ভেড়ামার উপজেলার স্বেচ্ছাসেবক দলের উপজেলা আহবায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক ও সদস্য সবাই শহীদ জিয়ার আদর্শে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থাশীল। সকল আন্দোলন সংগ্রামে সক্রিয়। নির্যাতনের শিকার, মিথ্যা মামলার আসামী।
অন্যথায় হঠাৎ ২৪/০৫/২০১০ খ্রীঃ সন্ধ্যার পর ভেড়ামারা উপজেলার ০৬ (ছয়) টি ইউনিয়নের আহবায়ক কমিটি, উপজেলা আহবায়ক / সদস্য সচিব ঘোষনা করেছে।
যা দেখে আমরা হতবাক ও বিস্মিত কারণ উপজেলা আহ্ববায়ক কমিটি গঠনের পর থেকে এখন পর্যন্ত আহবায়ক কমিটির কোন মিটিং করে নাই এবং ইউনিয়ন কমিটির আহ্ববায়ক কমিটি গঠন করবে সে বিষয়ে আমরা কিছুই জানি না বা অবগত করে নাই। পকেট কমিটি ঘোষনা করেছে। কমিটির সম্পর্কে আমরা এবং সংশ্লিষ্ট ইউনিয়নের বিএনপি সভাপতি/সাধারণ সম্পাদক বা স্বেচ্ছাসেবক দলের কোন নেত্রী বৃন্দ জানে না। এহেনো নেক্কার জনক পকেট কমিটি যা অগঠন তারীক, অনিয়ম এবং দলের সাথে বিশ্বাস ঘাতক সামিল। উক্ত কমিটি আমরা মানি না।
তিনি আরও বলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি/সাধারণ সম্পাদক ও ভেড়ামারা উপজেলা আহবায়ক / সদস্য সচিব যোগসাজসে পকেট কমিটি করেছে।
ঘোষিত পকেট কমিটির বিষয়ে জানতে চাইলে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি/সাধারণ সম্পাদক ও ভেড়ামারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্ববায়ক ও সদস্য সচিব অবহেলার সুরে বিষয়টি প্রত্যাখান করেন।
সে কারণে ঘোষিত ইউনিয়ন আহ্ববায়ক কমিটি স্থগিত করে, তদন্ত সাপেক্ষে দলের সকল পর্যায়ের নেতা কর্মীদের কাছে গ্রহনযোগ্য, ত্যাগী, নির্যাতীত কর্মীদের সাথে সম্বনয় করে ইউনিয়ন আহবায়ক কমিটি দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।
এবি//দৈনিক দেশতথ্য//মে ২৫,২০২৩//