ভেড়ামারা প্রতিনিধি:
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের মাঝে স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১৫ই ফেব্রুয়ার) সকাল এগারোটার সময় ভেড়ামারা উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস এর আয়োজনে উপজেলার পরিষদের হলরুমে স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণ অনুষ্ঠানের কুষ্টিয়া জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এহেতেশাম রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ নির্বাচন কমিশন এর মাননীয় নির্বাচন কমিশনার (অবঃ) ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আহসান হাবিব খান।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তাদের জানাই সালাম। আপনাদের বুকের রক্তের বিনিময়ে বাংলাদেশ কে স্বাধীন করেছিলেন বলে আজকে আমি নির্বাচন কমিশনার। মুক্তিযোদ্ধাদের জন্য আলাদা স্মার্ট জাতীয় পরিচয় পত্র তৈরি হবে, সেই স্মার্ট জাতীয় পরিচয় পত্রের উপরে লিখা থাকবে মুক্তিযোদ্ধা। আপনারা স্থানীয় নির্বাচন অফিসে ফর্মে কিছু তথ্য দিয়ে পূরণ করে আমার কাছে পাঠালে আমি এটা করে দেব। পরে স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণের বুথ গুলো ঘুরে দেখেন।
এ সময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ নির্বাচন কমিশন এর বিজিবিএমএস, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল প্রকল্প পরিচালক, আইডিইএ প্রকল্প (২য় পর্যায়) ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম।
বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, কুষ্টিয়া পুলিশ সুপার বিপিএএ, বিপিএম, পিপিএম (বার) এ এইচ এম আবদুর রকিব, খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা হুমায়ুন কবির (খুলনা অঞ্চল), জেলা অফিসার আবু আনছার, ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ডু, পৌরসভার মেয়র আনোয়ারুল কবির টুটুল, ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি ডাঃ আমিরুল ইসলাম মান্নান, বীর মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
পরে উপজেলার মুক্তিযোদ্ধা, চিকিৎসক, সাংবাদিক, জনপ্রতিনিধি সহ বিভিন্ন ব্যক্তিদের মাঝে স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণ করেন।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ১৫ ফেব্রুয়ারী ২০২৪

Discussion about this post