Print Date & Time : 6 August 2025 Wednesday 1:05 pm

ভেড়ামারায় স্মার্ট ভূমি সেবা সপ্তাহ শুরু

ভেড়ামারা প্রতিনিধি: “স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়া ভেড়ামারায় স্মার্ট ভূমি সেবা সপ্তাহ আনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছে। 

গতকাল শনিবার (৮ই জুন) সকাল ১০টায় উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলা ভূমি অফিস কার্যালয়ে ভূমি সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন। 

এ সপ্তাহ ৮ই জুন থেকে ১৪ই জুন পযর্ন্ত নাগরিকদের কাছে বিভিন্ন ভূমি সেবা সহজে পৌঁছে দিতে ভূমি মন্ত্রণাণয় এ উদ্যোগ গ্রহন করেছেন। 

অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন জানান, ভূমি সংক্রান্ত কোন সমস্যা থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। তাৎক্ষনিক আপনার সমস্যার সমাধান প্রদান করা হবে। আপনার জমি আপনি নিজে বুঝে শুনে নিন, অযথা দালাল বা তৃতীয় কোন ব্যাক্তির সহিত টাকার মাধ্যমে লেনদেন করবে না এতে করে আপনার ক্ষতি হতে পরে।

ভূমিসেবা সপ্তাহে যেসব সেবা দেয়া হবে- অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানে সহায়তা, ভূমি উন্নয়ন কর সম্পূর্ণভাবে অনলাইনে গ্রহণ করার বিষয়টি অবহিতকরণ, ই-নামজারির আবেদন করার বিষয়ে অবহিতকরণ ও সহযোগিতা প্রদান। মাঠ পর্যায়ে চলমান জরিপ কার্যক্রম বিষয়ে গণশুনানি, আপিল দাখিল নিষ্পত্তির কার্যক্রম গ্রহণ ও রেকর্ড হস্তান্তরসহ জনগণ সংশ্লিষ্ট বিষয়ে সেবা পাবে।

এসময় উপস্থিত ছিলেন, ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শেখ লুৎফর রহমান,  ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি ডা. আমিরুল ইসলাম মান্নান, সহ-সভাপতি মনিরুজ্জামান মজুমদার হেলাল, দপ্তর সম্পাদক জাহিদ হাসান সহ সেবা গ্রহীতারা।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য,৮ জুন ২০২৪