জাহিদ হাসান: কুষ্টিয়ার ভেড়ামারায় শামসুদ্দিন মাহমুদা ট্রাস্ট এর উদ্যোগে যাকাতের টাকায় হতদরিদ্র দুইজন ব্যক্তিকে গরু বিতরণ করা হয়েছে।
হতদরিদ্র দুইজন হলেন, ফারাকপুর নিবাসী নাজির উদ্দিন, মনিরুল ইসলাম মনি।
শনিবার (২৯শে মার্চ) সকাল ১০ টার ভেড়ামারা উপজেলার জি.কে. রোডস্থ ‘হ্যাপিনূক’ প্রাঙ্গণে এ গরু বিতরণ অনুষ্ঠিত হয়।
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার জি. কে. রোডের বাসিন্দা মরহুম আলহাজ্ব ডাঃ শামসুদ্দিন আহমেদ ও মাহমুদা বেগম দম্পতির সন্তানদের উদ্যোগে ২০২৩ সালে জনকল্যাণে “শামসুদ্দিন মাহমুদা ট্রাস্ট” প্রতিষ্ঠিত হয়েছে। এই ট্রাস্ট একটি সম্পূর্ণ অরাজনৈতিক, অলাভজনক ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠান।
শামসুদ্দিন মাহমুদা ট্রাস্টের চেয়ারপার্সন ফেরদৌসী বেগম ডলির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা সমিতি, ঢাকা’র মহাসচিব, এস.পি মেহেদী হাসান সুমন।
বিশেষ অতিথি ছিলেন, ট্রাস্টের উপদেষ্টা কৃষিবিদ আইয়ুব হোসেন খান, শামসুদ্দিন মাহমুদা ট্রাস্টের সহ-সভাপতি জাহেদ আহমেদ, কোষাধ্যক্ষ ও মাহমুদা ক্লিনিকের স্বত্বাধিকারী শাহেদ আহমেদ গামা, ভেড়ামারা সরকারি কলেজের শিক্ষক জাহাঙ্গীর হোসেন জুয়েল, ভেড়ামারা আলীম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ এস্কেন্দার আলী, ভেড়ামারা উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান, সাবেক কমিশনার আতাউর রহমান নায়েব প্রমূখ।