ভেড়ামারা প্রতিনিধিঃ কুষ্টিয়ার ভেড়ামারা চাঁদগ্রাম ইউপির হিড়িমদিয়া দক্ষিনপাড়া মোমিন এর ছেলে রিপন (২২) কে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে প্রান নাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, চাঁদগ্রাম হিড়িমদিয়া মধ্যপাড়া নিবাসী মোমিনের ছেলে বাপ্পি (২২) গত মঙ্গলবার বিকেল ৫ টায় চাঁদগ্রাম ইউপির হিড়িমদিয়া দক্ষিনপাড়া মোমিন এর ছেলে রিপন (২২)কে কাচারীপাড়া মন্দির ঘরের সামনের রাস্তায় অজ্ঞাতনামা ০৮/১০ জনকে নিয়ে মারপিট করে।
বিষয়টি স্থানীয় এলাকা বাসিদের জানালে পূর্বের জের ধরে সেদিন রাত সাড়ে ৯টায় বাপ্পিসহ মোংলার ছেলে শফি, মোমিন ও বারুর ছেলে জমির রিপনকে হত্যার উদ্দেশ্যে ককটেল হাত-বোমা, দেশীয় ধারালো রামদা, হাসুয়া, লোহার পাইপ, হাতুড়ি নিয়ে বাড়িতে প্রবেশের চেষ্টা করে। প্রবেশে ব্যার্থ হলে বাড়ির সদর দরজায় ধারলে রামদা ও হাসুয়া দিয়ে কোপায় এবং ৩টি ককটেল বোমার বিস্ফোরন ঘটিয়ে ত্রাস সৃষ্টি করে।
এসময় এলাকাবাসী ছুটে এলে তারা প্রকাশ্যে খুন জখমের হুমকি ধামকি দিয়ে চলে যায়। এবিষয়ে ভেড়ামারা থানায় লিখিত অভিযোগ দায়ের করেও এখন পর্যন্ত থানা কোন পদক্ষেপ নেয় নাই। তাদের হিংস্র প্রকৃতির আচার-আচরণে পরিবারটি বড় ধরনের ক্ষয়-ক্ষতির আশঙ্কায় রয়েছে।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ জানান, হিড়িমদিয়া দক্ষিনপাড়ার ঘটনা সম্পর্কে লিখিত অভিযোগ পেয়েছি। আমাদের থানার এসআই ফিরোজ এ বিষয়ে কাজ করছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।