কামরুল ইসলাম মনা ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি ।। কুষ্টিয়ার ভেড়ামারায় মনি পার্কের পাশে পদ্মা নদী থেকে উদ্ধারকৃত ভাসমান লাশ যশোরের যুবক মিনারুল হত্যাকান্ডের মূল আসামী তুফান গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের আব্দুল মালিথার ছেলে।
চাঞ্চল্যকর মামলার মূল আসামি তুফানকে স্বল্প সময়ের মধ্যে গ্রেফতার করায় জনমনে শান্তি বিরাজ করছে।
আসামি তুফানের স্বীকারোক্তি মূলক জবানবন্দি মোতাবেক গ্রেফতারকৃত তুফান জানিয়েছে পিকআপ ছিনতাইয়ের উদ্দেশ্য খুন করা হয় চালক মিনারুলকে।
অপরদিকে শনিবার (১৩ আগষ্ট) বেলা ৩ ঘটিকার সময় কুষ্টিয়ার পুলিশ সুপার খাইরুল আলম পুলিশ লাইনে এক সংবাদ সম্মেলনের এ তথ্য নিশ্চিত করেন।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার খাইরুল আলম আরো জানান যে, পিক আপ ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে মিনারুল ইনলামকে কৌশলে ভেড়ামারায় এনে গলায় গামছা পেচিয়ে তাকে হত্যা করেছে আসামীরা।
তিনি আরো বলেন এটা ছিল একটি ক্ল্যুলেস মামলা। এই মামলা তদন্তে কুষ্টিয়া জেলা পুলিশের সাইবার ক্রাইম ইউনিটও বিশেষ ভুমিকা রাখে বলে খায়রুল আলম জানান।
আর//দৈনিক দেশতথ্য//২০২২