Print Date & Time : 6 September 2025 Saturday 7:36 pm

ভেড়ামারায় হামলার প্রতিবাদে মানববন্ধন

ভেড়ামারায় রকির উপর আল-আমিন গং কর্তৃক হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ মানববন্ধন ও সাংবাদিক সম্মেলন হয়েছে। ওই সম্মেলনে বক্তারা বলেন, ২৪ ঘন্টার মধ্যে আসামিদের না ধরলে ভেড়ামারা অচল করে দেওয়া হবে। প্রয়োজনে জেলাব্যাপী দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

ভেড়ামারা সততা ইলেকট্রিক এর কর্মচারী রকি,রনি,জীম ড্রাইভার ও রুহুলের উপর সন্ত্রাসী আল-আমিন ও অর্থ গ্যাং কতৃক অতর্কিত হামলার প্রতিবাদে আজ বৃহস্পতিবার সকালে দক্ষিণ রেলগেট এর পূর্ব পার্শ্বে কুষ্টিয়া জেলা মটরযান মেকানিক ইউনিয়ন খুলনা ২০৫৩ ও ১১১৮ সহ মটর শ্রমিক বৃদ্ধ আয়োজিত  বিক্ষোভ সমাবেশ মানববন্ধন ও সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

উক্ত প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ মানববন্ধন ও সাংবাদিক সম্মেলন বক্তব্য রাখেন, মোটরযান মালিক সমিতির সভাপতি সেলিম রেজা, সাধারণ সম্পাদক শাজাহান আলী সম্রাট, সহ-সভাপতি তাজ হোসেন, দক্ষিণ রেলগেট বনিক সমিতির সভাপতি রাহাতুল ইসলাম ঝন্টু, বিশিষ্ট ট্রাক ব্যবসায়ী মাহাবুব বিন হাসান, কুষ্টিয়া জেলা মটরযান মেকানিক্স ইউনিয়ন এর যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন, মিজানুর রহমান মিলন,রফিকুল ইসলাম, সাগর প্রমুখ। 

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান জানান, মামলা হয়েছে। আসামিদের ধরতে পুলিশ প্রশাসন সর্বাত্মক তৎপর রয়েছেন।

এবি//দৈনিক দেশতথ্য//সেপ্টম্বর ০৮,২০২২//