জাহিদ হাসান: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে শারদীয় দূর্গা উৎসব উপলক্ষে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ১১টি মন্দিরে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (২৩শে সেপ্টেম্বর) বিকেলে ভেড়ামারা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ও সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে মতবিনিয় পরবর্তী মন্দির কমিটির নিকট নগদ এই আর্থিক অনুদান তুলে দেন ভেড়ামারা উপজেলা বিএনপির আহবায়ক এ্যাড. তৌহিদুল ইসলাম আলম।
এসময় উপস্থিত ছিলেন, ভেড়ামারা পৌর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাবলু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জানবার হোসেন, উপজেলা বিএনপি যুগ্ন আহবায়ক আবুল কালাম আজাদ আবুল বিশ্বাস,যুগ্ম আহবায়ক আব্দুর রব, যুগ্মআহবায়ক ইসাহাক, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মামুনুর রশিদ বকুল,বাহিরচর ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদুল ইসলাম লাভলু, উপজেলা যুবদলের সদস্য সচিব মোশাররফ হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাইফুল আলম রোকন, বাহিরচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, মোকারিমপুর ইউনিয়ন বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক জীবন, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আসলাম উদ্দিন মোল্লা, জুনিয়াদহ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সহ উপজেলার ১১টি পূজা মন্ডপের নেতৃবৃন্দ।

Discussion about this post