Print Date & Time : 10 May 2025 Saturday 1:44 am

ভেড়ামারায় ২ জুয়াড়ি গ্রেফতার

ভেড়ামারা থানা পুলিশের অভিযানে জুয়া খেলার সরঞ্জমাদিসহ ২ জন জুয়ারি গ্রেফতার করেছে ভেড়ামারা থানা পুলিশ। ভেড়ামারা থানার ডিউটি অফিসার এএসআই আলী ইমরান জানান ১৫/১১/২২ তারিখ  রাত্রি অনুমান ০১ঃ৪৫ ঘটিকার সময় ভেড়ামারা থানাধীন হিসনা ব্রীজ এলাকায় এসআই বিশ্বজিৎ কুমার অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জমাদিসহ ২ জন জুয়াড়িকে গ্রেফতার করেন। পুলিশের অভিযান টের পেয়ে ৭ থেকে ৮ জন পালিয়ে যায়।

গ্রেফতারকৃত আসামী১। মোঃ সাহাবুল (৩৫), পিতা-মোঃ মোশাররফ হোসেন, সাং -খাদিমপুর,থানা-মিরপুর, ২। মোঃ দিলু মিয়া (৪৫),পিতা-মৃত রুস্তম আলী,সাং বামনপাড়া,(পৌর ৯নং ওয়ার্ড), থানা – ভেড়ামারা, উভয় জেলা কুষ্টিয়া।

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ প্রতাপ কুমার সিংহ  বলেন, এ বিষয়ে মামলা হয়েছে যার মামলা নং-৫, ধারা- ১৮৬৭ সালের জুয়া আইনের ৩/৪।

বা// দৈনিক দেশতথ্য// ১৬ নভেম্বর//