ভেড়ামারা (কুষ্টিয়া)প্রতিনিধি ।। কুষ্টিয়ার ভেড়ামারায় মোটরসাইলের হর্ণ বাজানোকে কেন্দ্রে করে প্রতিপক্ষের ধারালো অস্ত্রেল আঘাতে ৩ যুবক আহত হয়েছে।
৬ সেপ্টেম্বর সন্ধ্যায় দক্ষিণ রেলগেটস্থ সততা অটো ইলেকট্রনিক্স গ্যারেজে শ্রমিক রকি (১৮) মোটরসাইকেল যোগে ভেড়ামারা বাজারের দিকে যাওয়ার পথে দক্ষিণ রেলগেটের উপর সানজিতের সাথে হর্ণ বাজানোকে কেন্দ্র করে কথা-কাটাকাটি হয়। এরই প্রেক্ষিতে এক পর্যায়ে আল-আমিন গং কর্তৃক তাদের হাতে ধারালো ক্ষুর, ছুরি, দাসহ দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে রকির পথরোধ করে এলোপাতাড়িভাবে কিলঘুষি মারতে থাকে। এ সময়ে রকির ডাক চিৎকারে ভ্যানচালক রুহুল আমিন (২৭) ও ট্রাকের হেলপার জিম (২৬) তাকে রক্ষা করতে আসলে হামলাকারীরা তাদের উপরও ঝাপিয়ে পড়ে। পরে স্থানীয় জনগণ আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য জিমকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান জানান, ঘটনার সাথে জড়িতদের ধরতে পুলিশ তৎপর রয়েছেন।
আর//দৈনিক দেশতথ্য//৭ সেপ্টেম্বর-২০২২

Discussion about this post