Print Date & Time : 15 May 2025 Thursday 4:24 pm

ভেড়ামারায়  ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী গ্রেপ্তার

ভেড়ামারা প্রতিনিধি: কুষ্টিয়ার ভেড়ামারায় ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে রেজাউল ইসলাম  (৪২) নামে প্রতিবেশীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার (২৮শে মে) রাতে তাকে গ্রেপ্তার করা হয়। অপর আসামি খোকন (৩৭) পলাতক রয়েছে। 

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার মোকারিমপুর ইউনিয়নের ক্ষেমিড়দিয়ার বিল পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার রেজাউল ইসলাম ও পলাতক খোকন একই এলাকার বাসিন্দা। 

এ ঘটনায় শিশুর বাবা গতকাল বুধবার থানায় একটি মামলা করেছেন। ভুক্তভোগী শিশুটি কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম জানান,  মঙ্গলবার বিকেলে বাড়ির উঠানে খেলার সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে হীন উদ্দেশ্য হাসিলের লক্ষ্যে কৌশলে শিশুটিকে ডেকে নিজের ঘরে নিয়ে যেয়ে খারাপ কাজটি (ধর্ষণ) করে প্রতিবেশী রেজাউল ইসলাম। 

শিশুটির  মা বাড়িতে এসে খোঁজা খুঁজি ও অনেক ডাকাডাকির পর সন্ধ্যায় শিশুটি নূর ইসলামের ঘর থেকে বের হয়ে আসতে দেখে। শিশুটি মা তার কাছে জানতে চায় কী হয়েছে। পরে  শিশুটি বিষয়টি তার মাকে বলে। এসময় সে অসুস্থ হয়ে পড়লে  কুষ্টিয়া সদর হাসপাতাল নিয়ে ভর্তি করা হয়েছে। 

ওসি আরো জানান, আমরা বাইরের লোক মারফত সংবাদ পেয়ে ঘটনাস্থলে যায় ও আইনি পদক্ষেপ নিই।  অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করি। পরে শিশুটির বাবা দুইজনকে অভিযুক্ত করে থানায় এজাহার দিলে মামলা হয়। অপর আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

খালিদ  সাইফুল // দৈনিক দেশতথ্য //  ২৯ মে ২০২৪