জাহিদ হাসান: কুষ্টিয়া জেলা গোয়েন্দা শাখার অভিযানে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
আটককৃত মাদক কারবারি দৌলতপুর উপজেলার ভাগযোত তালতলা হাট গ্রামের মৃত রুবেল এর ছেলে মোঃ ছোটন (১৯)। এসময় তার কাছ থেকে ৬ (ছয়) কেজি গাঁজা উদ্ধার করে জেলা গোয়েন্দা শাখা।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়ার পুলিশ সুপারের দিক নির্দেশনায় অফিসার ইনচার্জ-ডিবি এর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার একটি আভিযানিক দল গতকাল বৃহস্পতিবার ২২ মে ভেড়ামারা থানাধীন ৫নং ধরমপুর ইউনিয়নের ভবানীপুর থেকে একজন মাদক ব্যবসায়ী আসামি মোঃ ছোটন (১৯) কে ৬ (ছয়) কেজি গাঁজাসহ গ্রেফতার করে। এ বিষয়ে ভেড়ামারা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ শেখ শহিদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি দল অভিযান পরিচালনা করে ৬ (ছয়) কেজি গাঁজাসহ মোঃ ছোটন (১৯) কে আটক করে ভেড়ামারা থানায় হস্তান্তর করে। আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।