কুষ্টিয়ার ভেড়ামারায় গভীর নলকূপের তিনটি ট্রান্সমিটার চুরি হয়েছে।
বুধবার দিবাগত রাতে জুনিয়াদহ ইউনিয়নের দলুয়া গ্রামের মাঠ থেকে বিএডিসির আওতায় পরিচালিত সেচ প্রকল্পের ১০ কেভির ট্রান্সমিটার চুরির ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দোলুয়া গ্রামের মাঠ থেকে বিএডিসির আওতায় পরিচালিত সেচ প্রকল্পের গভীর নলকূপের তিনটি ট্রান্সমিটার চুরি হয়ে যায়।
বৃহস্পতিবার সকালে মাঠে গিয়ে চুরির ঘটনা দেখতে পেয়ে নলকূপের মালিক আমিরুল ইসলামকে জানানো হয়। সেচ পাম্পের মালিক আমিরুল ইসলাম বলেন, রাতে কোন এক সময় চোর চক্র সেচ পাম্পের ১০ কেভির ৩ টি ট্রান্সমিটার চুরি করে নিয়ে গেছে। এতে করে মাঠের প্রায় ৪০০ বিঘা জমির চলতি ফসলের সেচ সুবিধা ব্যহত হবে। জুনিয়াদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুজ্জামান হাসান বলেন, ঘটনাস্থলে সরোজমিনে গিয়েছিলাম। চুরির বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং চুরি রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য,১৯ জানুয়ারি ২০২৩