জাহিদ হাসান:
কুষ্টিয়া ভেড়ামারায় জাতীয় মৎস্য সপ্তাহ (২৪-৩০ জুলাই) উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে র্যালি, পোনা মাছ অবমুক্তকরন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
”নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল মঙ্গলবার (২৫শে জুলাই) সকালে ১১ টার সয়ম সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা চত্বর থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পুকুরে পোনা মাছ অবমুক্তকরন ও উপজেলা পরিষদ কনফারেশ সভা কক্ষে আলোচনা সভা এবং মৎস্য চাষীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু’র সভাপতিত্বে ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাম্মী শিরিন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আখতারুজ্জামান মিঠু।
বিশেষ অতিথি ছিলেন, ভেড়ামারা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস ইন্দোনেশিয়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা: রেকসোনা খাতুন, উপজেলা জাসদের সভাপতি এমদাদুল ইসলাম আতা, উপজেলা কৃষি কর্মকর্তা শায়খুল ইসলাম, সহকারী কৃষি কর্মকর্তা মাহামুদা সুলতানা, উপজেলা নির্বাচন অফিসার ফাতেমা খাতুন, জাতীয় মহিলা সংস্থার অফিস ইনচার্জ আসমান আলী, ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি ডা. আমিরুল ইসলাম মান্নান, দপ্তর সম্পাদক জাহিদ হাসান প্রমূখ।
এসময় বক্তারা বলেন, মৎস্য চাষে বাংলাদেশ বিশ্বের অন্যতম স্থান অধিকার করে আছে। সরকারের সার্বিক সহযোগিতায় মৎস্য চাষে বিপ্লব ঘটেছে। দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা হচ্ছে আমাদের উৎপাদিত মাছ।
দৈনিক দেশতথ্য//এস//

Discussion about this post