জাহিদ হাসান, ভেড়ামারা (কুষ্টিয়া): কুষ্টিয়ার ভেড়ামারার বাহিরচর ইউনিয়নের চরদামুকদিয়া বাইতুল কাবা জামে মসজিদের পুনঃনির্মাণ কাজ শুরু হয়েছে।
গতকাল শুক্রবার সকালে মসজিদটির পুনঃনির্মাণ কাজের উদ্বোধন করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু ও মসজিদের জমিদাতা মরহুম আলহাজ্ব ডা. শামসুদ্দিন আহমেদের সহধর্মিনী মাহমুদা বেগম এবং ছেলে বিটিভি’র সিনিয়র রিপোর্টার ওয়াহিদ আহমেদ উজ্জল।
এ সময় উপস্থিত ছিলেন, বাহিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রওশন আরা বেগম, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক নাজমুল আজাদ, স্থানীয় আলহাজ্ব আব্দুল হান্নান সহ এলাকার ব্যক্তিবর্গ। মসজিদের ইমাম মাওলানা ওমর ফারুকের পরিচালনায় দোয়া ও মোনাজাত হয়।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post