Print Date & Time : 21 April 2025 Monday 10:50 am

ভেড়ামারায় জেলেদের মাঝে গরুর বাছুর বিতরণ

কুষ্টিয়া ভেড়ামারায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তরের উদ্যোগে সুফল ভোগী জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।

গতকাল বুধবার সকাল ১১ টায় উপজেলা চত্বরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় নিবন্ধিত সুফল ভোগী ১৭ জন জেলেকে বিকল্প কর্মসংস্থান উপকরণ হিসাবে এসব বকনা বাছুর বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাম্মী শিরিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পিপুল হাসান,বাহিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোছা. রওশন আরা সিদ্দিকী,মোকারিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সামাদ প্রমুখ।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাম্মী শিরিন বলেন, ইলিশ সম্পদ উন্নয়ন ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জেলেদের নিষিদ্ধ সময়ে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির জন্য ১৭ জন হত দরিদ্র সুফল ভোগী জেলেকে বকনা বাছুর হস্তান্তর করা হয়।

খালিদ সাইফুল,দৈনিক দেশতথ্য ,১৫ মার্চ ২০২৩