ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা আজ বাদ আছর ক্লাবের হলরুমে অনুষ্ঠিত হয়। ডাঃ কামরুল ইসলাম মনার সভাপতিত্বে বক্তব্য রাখেন দৈনিক আশ্রয় প্রতিদিন পত্রিকার ভেড়ামারা প্রতিনিধি ও এবিসি ন্যাশনাল নিউজ এর ভারপ্রাপ্ত সম্পাদক আফতাব পারভেজ, দৈনিক আলোর বার্তা ও দৈনিক কুষ্টিয়া প্রতিদিন পত্রিকার ভেড়ামারা প্রতিনিধি আহসান হাবীব ঝলক, দৈনিক মুক্তমঞ্ছ পত্রিকা ও নগর টিভির ভেড়ামারা প্রতিনিধি ইয়াছির আরাফাত মিফতা, দৈনিক সূত্রপাত পত্রিকার ভেড়ামারা প্রতিনিধি হাফিজুর রহমান হাফিজ, দৈনিক সূত্রপাত পত্রিকার দৌলতপুর প্রতিনিধি সাজেদুল ফরাজি, দৌলতপুর বার্তার ভেড়ামারা প্রতিনিধি মন্টু রহমান, দৈনিক হালচাল নিউজ এর স্টাফ রিপোর্টার জাকির হোসেন মিথুন, সাংবাদিক মোসাদ্দেক হোসেন, সাধনা রাণী, শামীমা ইয়াসমিন, আজিজুল হক টোকন, নোমান, রুহুল আমিন ইমরোজ, জাহাঙ্গীর, রাকিব প্রমূখ।
এবি//দৈনিক দেশতথ্য//জুলাই ১৫,২০২২//

Discussion about this post