Print Date & Time : 11 September 2025 Thursday 12:12 am

ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবে মিলন মেলা

কুষ্টিয়ার ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের হলরুমে বাদ জুম্মা মিলন মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ডাঃ কামরুল ইসলাম মনা’র সভাপতিত্বে বক্তব্য রাখেন দৈনিক হিসনা বানীর সম্পাদক ও ভেড়ামারা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরিফুজ্জামান লিপটন, উপজেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মোসাদ্দেকুর রহমান, আফতাব পারভেজ, সাজেদুল ফরাজি, আহসান হাবীব ঝলক, হাফিজুর রহমান হাফিজ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শামীমা ইয়াসমিন, সাধনা রাণী, মীম, শারমিন আক্তার, জাকির হোসেন মিথুন, মন্টু রহমান, রাকিব হাসান, জাহাঙ্গীর হোসেন, জিকরুল মোল্লা, শরীফ, আজমাইন মোহন, রুহুল আমিন ইমরোজ, ফারুক হোসেন, ইয়াছির রহমান নোমান  প্রমূখ।

জীবন রহমান মোহন ক্লাবে টিভি প্রদান করায় জীবন রহমান মোহনকে ক্লাবের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়।  নতুন ৪ জন সাংবাদিকের মাঝে পত্রিকার কার্ড বিতরণ করা হয়।

এবি//দৈনিক দেশতথ্য//আগস্ট ০৫.২০২২//