Print Date & Time : 29 July 2025 Tuesday 4:34 am

ভেড়ামারা আইএফআইসি ব্যাংকের প্রতিবেশী উৎসব

ভেড়ামারা প্রতিনিধি:

আইএফআইসি ব্যাংক ভেড়ামারা উপ শাখার উদ্যোগে বৃহস্পতিবার বিকাল ৩টায় ব্যবসায়ী ও সুধীজনদের নিয়ে প্রতিবেশী উৎসব আয়োজন করা হয়। এই উৎসবের মাধ্যমে শীতের আমেজে উপস্থিত গ্রাহক ও আমন্ত্রিত অতিথিদের মাঝে ঐতিহ্যবাহী দেশীয় পিঠা পরিবেশন করা হয়। আইএফআইসি ব্যাংক সারাদেশে শুধু আর্থিক সেবাই নয় তার গ্রাহক এবং পারিপার্শ্বিক জনসাধারণের পাশে প্রতিবেশী হিসেবে দাঁড়িয়েছে। উৎসবে আতিথেয়তা নেয়া সম্মানিত গ্রাহকরা উক্ত ব্যাংকটির সেবায় সন্তুষ্টি প্রকাশ করেন এবং তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন এই ধরনের উৎসব যেন আরও বেশি বেশি আয়োজন করা হয় সে আশাবাদও করেন। উক্ত প্রতিবেশী উৎসবে উপস্থিত ছিলেন, মো: হাবিবুর রহমান, ব্রাঞ্চ ম্যানেজার কুষ্টিয়া, আইএফআইসি ব্যাংক পিএলসি, মাহবুবা খানম, অফিসার ইন চার্জ, ভেড়ামারা উপশাখা, ভেড়ামারা প্রেসক্লাবের জয়েন্ট সেক্রেটারি এস.এস.আবু ওবাইদা-আল-মাহাদী ও ভিশন ইংলিশ মডেল স্কুলের প্রিন্সিপাল মোঃ জহুরুল ইসলাম সহ ব্যাংকের গ্রাহক, শুভাকাংঙ্খিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এবি//দৈনিক দেশতথ্য//ফেব্রুয়ারী ০৮,২০২৪//