ভেড়ামারা প্রতিনিধি:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ উপলক্ষে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবস টি পালন করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (৭ই মার্চ) সকাল ১০ টায় উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, ভেড়ামারা থানা, বীরমুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।
পরে উপজেলা অডিটোরিয়াম হল রুমে আলোচনা সভা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আখতারুজ্জামান মিঠু।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার
(ভেড়ামারা-দৌলতপুর) সার্কেল মহসীন আল মুরাদ মিয়া, ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রফিকুল আলম চুনু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা, পৌরসভার মেয়র আনোয়ারুল কবির টুটুল, কুষ্টিয়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও পৌর আওয়ামীলীগ সভাপতি আবু হেনা মোস্তফা কামাল মুকুল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম নজু, ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জহুরুল ইসলাম জহির, উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা সুলতানা পলি, ভেড়ামারা উপজেলা নির্বাচন অফিসার ফাতেমা খাতুন, উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার শহিদুল ইসলাম, উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার শহিদুল ইসলাম, ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আলহাজ্ব আলম জাকারিয়া টিপু, প্রাণী সম্পদ অফিসার ডাঃ কানিচ ফারজানা, সহকারী প্রোগ্রামার কর্মকর্তা (আই সি টি) আলমঙ্গীর হোসেন, তথ্য সেবা আপা কর্মকর্তা তানিয়া খন্দকার, সিনিয়র মৎস্য কর্মকর্তা শাম্মী শিরিন, উপজেলা বন কর্মকর্তা জাহিদুল ইসলাম সহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী বৃন্দ।
আলোচনা সভায় বক্তারা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এবং মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদকে।
ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উদ্যাপন উপলক্ষে সরকার ঘোষিত বিভিন্ন কর্মসূচি পালনের মাধ্যমে প্রজন্ম থেকে প্রজন্মে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর আদর্শ ওচেতনা বিকশিত করার লক্ষে, সচেতন হয়ে কাজ করার কথা বলেন বক্তারা।
দিবস টি উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে কুইজ, নৃত্য, আবৃত্তি প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
এছাড়াও ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে দিবসটি পালন করা হয়।
উপজেলায় দলীয় কার্য্যালয়ের সামনে সকাল সাড়ে ৯ টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ৭ মার্চ ২০২৪

Discussion about this post