Print Date & Time : 10 May 2025 Saturday 1:36 pm

ভেড়ামারা পৌর এলাকায় সিসি টিভি ক্যামেরা স্থাপন

কুষ্টিয়া জেলার ভেড়ামারার পৌর এলাকায় অপরাধ দমনে ডিজিটাল নজরদারি বৃদ্ধি ও আইন শৃঙ্খলা রক্ষায় সিসি টিভি ক্যামেরার আজ শুভ উদ্বোধন করেন,  কুষ্টিয়া জেলার পুলিশ সুপার জনাব মোঃ খায়রুল আলম। এসময়ে উপস্থিত ছিলেন ভেড়ামারা দৌলতপুর সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার ইয়াছির আরাফাত,  ভেড়ামারা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা জাসদের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল আলিম স্বপন, পৌর মেয়র আনোয়ারুল কবির টুটুল, দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান, ভেড়ামারা থানার অফিসার আহসান গোলাম মোস্তফা, ওসি তদন্ত নান্নু খান প্রমুখ। 

১২ লক্ষ টাকা ব্যয়ে এই সিসি টিভি ক্যামেরা স্হাপন করা হয়। আর্থিক সহায়তায় কুষ্টিয়া ২ আসনের সংসদ সদস্য হাসানুল হক ইনু ও পৌর মেয়র আনোয়ারুল কবির টুটুল। সার্বিক তত্ত্বাবধানে – ভেড়ামারা থানা।

এবি//দৈনিক দেশতথ্য//সেপ্টম্বর ২৯,২০২২//