Print Date & Time : 22 April 2025 Tuesday 5:12 pm

ভেড়ামারা প্রেসক্লাবে সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত 

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি:

কুষ্টিয়ার ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি আমিরুল ইসলাম মান্নান’র দ্রুত সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল বুধবার (২৮শে ফেব্রুয়ারি) বাদ মাগরিব ভেড়ামারা প্রেসক্লাবের আয়োজনে কনফারেন্স রুমে এক বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

গত শনিবার রাতে ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি ডা: আমিরুল ইসলাম মান্নান হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হয় এবং আইসিইউ তে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য গত মঙ্গলবার বিকালে ঢাকায় নেয়া হয়েছে। বর্তমানে তিনি ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিসিইউতে প্রফেসর অশোক দত্তের তত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। 

এছাড়াও ভেড়ামারা প্রেসক্লাবের সদস্য আশরাফ হোসেন আলোর মা ও বড় ভাইয়ের জন্য দোয়া করা হয়। ভেড়ামারা প্রেসক্লাবের সদস্যবৃন্দদের উপস্থিতিতে দোয়া পরিচালনা করেন ভেড়ামারা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা মো: আল-আমিন।

এবি//দৈনিক দেশতথ্য//ফেব্রুয়ারী ২৮,২০২৪//