ভেড়ামারায় উপজেলা পর্যায়ে মহিলাদের জন্য আয়বর্ধক ( আইজিপি) প্রশিক্ষণ প্রকল্প এর প্রশিক্ষণার্থীদের সম্মানী ভাতা প্রদানে অনিয়ম এর অভিযোগ পাওয়া গেছে।
ভাতা প্রদানের নিয়ম চেকের মাধ্যমে কিন্তু বাস্তবে দেখা যায় অফিসেই রেজিস্ট্রার এ সহি করে একটি স্লিপ হাতে ধরিয়ে দিয়ে নগদে ভাতা প্রদান করতে।
এবিষয়ে ভেড়ামারা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস এর কাছে জানতে চাইলে তিনি জানান ভাতা প্রদানের নিয়ম চেকের মাধ্যমে এবং আমরা চেকের মাধ্যমে দিয়ে থাকি। ভাতা গৃহীতা একাধিক মেয়ে জানান, তারা চেকের মুড়ি বইয়ের এক কোনে সহি করে নগদে হাতেহাতে অফিসে বসেই টাকা নিয়েছে। আমরাও অফিসে গিয়ে নিজে দেখেছি নগদে হাতেহাতে দিতে। তাৎক্ষণিকভাবে বিষয় টি ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীনেশ সরকার কে মোবাইল ফোনে অবহিত করলে তিনি জানান যারা কম টাকা পেয়েছে তাদের কে আমার কাছে অভিযোগ করতে বলুন।
জাতীয় মহিলা সংস্থার (ভেড়ামারা) চেয়ারম্যান বলাকা পারভীন কে বিষয়টি অবহিত করলে তিনি জানান এমন অভিযোগ আমার কাছেও অনেকে করেছে। বিষয়টি আমি উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে আলোচনা করবো। “ত” আদ্যক্ষরের এক প্রশিক্ষণার্থী জানান আমি ২ দিন অনুপস্থিত ছিলাম বলে আমার থেকে ২ দিনের টাকা কর্তন করে নিয়েছে। “ম” আদ্যক্ষরের এক প্রশিক্ষণার্থী ও জানান আমি ২ দিন অনুপস্থিত ছিলাম বলে আমার থেকে ২ দিনের টাকা কর্তন করে নিয়েছে।
“স” আদ্যক্ষরের এক প্রশিক্ষণার্থী ও জানান আমি ২ দিন অনুপস্থিত ছিলাম বলে আমার থেকে ২ দিনের টাকা কর্তন করে নিয়েছে। “ছ” আদ্যক্ষরের এক প্রশিক্ষণার্থী জানান আমি পুরে ১২ হাজার টাকায় অফিস হতে হাতেহাতে নগদে পেয়েছি। যার স্লিপ ও আপনাদেরকে প্রদান করা হল। আমি কোন চেক পায়নি তবে চেকের মুড়ি বইয়ের এক কোনে সহি দিয়ে নগদ পেয়েছি। উল্লেখিত সবাই জানান চেকের উল্টো পিঠের কোনায় সহি করে নিয়েছে।
বিষয় টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। এবি//দৈনিক দেশতথ্য//এপ্রিল ২৭.২০২২//

Discussion about this post