জাহিদ হাসান, কুষ্টিয়া:
কুষ্টিয়ার ভেড়ামারা সরকারি কলেজে ৩৫তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা’ ২৫ উদ্বোধন করেন।
গতকাল মঙ্গলবার (২৫শে ফেব্রুয়ারি) কলেজ ক্যাস্পাসে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ভেড়ামারা সরকারি কলেজের আইসিটি বিভাগের সহকারী অধ্যাপক ও ক্রীড়া প্রতিযোগিতার আহ্বায়ক আয়ুব আলী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুস সাত্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা সরকারি কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক হেলাল উদ্দিন হেলাল, ভেড়ামারা সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ও সাংস্কৃতিক প্রতিযোগীতার আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শামীম, ভেড়ামারা সরকারি কলেজের ক্রীড়া বিভাগের প্রধান জাহাঙ্গীর হোসেন জুয়েল প্রমুখ।
ভেড়ামারা সরকারি কলেজে ৩৫তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় ৫শতাধিত ছাত্র-ছাত্রী, শিক্ষক ও কর্মচারিবৃন্দরা অংশগ্রহন করেন।

Discussion about this post