Print Date & Time : 29 July 2025 Tuesday 11:33 am

ভেড়ামারা সরকারি কলেজে পুরস্কার বিতরণ ও নবীন বরণ

কুষ্টিয়া ভেড়ামারার ঐতিহ্যবাহী ভেড়ামারা সরকারি কলেজের ৩৩তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা’র পুরস্কার বিতরণ ও নবীন বরণ আজ বেলা ১১ ঘটিকার সময় অনুষ্ঠিত হয়।

ভেড়ামারা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাঃ খলিল উল্লাহ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা কলেজ সরকারিকরণের রূপকার, ভেড়ামারার কৃতি সন্তান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্থাপন মন্ত্রণালয়ের সাবেক সচিব এবং যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ রশিদুল আলম মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাবিবা আলম, ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজ, ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আলহাজ্ব শামীমুল ইসলাম ছানা, পৌর মেয়র আনোয়ারুল কবির টুটুল, কুষ্টিয়া মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডাঃ ইফতেখার মাহমুদ, ডাঃ রতন কুমার, ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, প্রমুখ।

ভেড়ামারা সরকারি কলেজ প্রাঙ্গনে ৩৩তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৩ এর পুরষ্কার বিতরণ এবং ২০২২-২৩ শিক্ষাবর্ষের উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান টি পরিচালনা করেন অধ্যাপক মোস্তাফিজুর রহমান শামীম ও ফিরোজ।

খালিদ সাইফুল,দৈনিক দেশতথ্য ,১৯ মার্চ ২০২৩