Print Date & Time : 30 July 2025 Wednesday 9:38 am

ভেড়ামারা সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা 

ভেড়ামারা প্রতিনিধি: কুষ্টিয়ার ভেড়ামারা সরকারি কলেজের উদ্যোগে তিনদিন ব্যাপি ৩৪ তম বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ আনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার (৩০শে জানুয়ারি) কলেজ চত্বরের ফুটবল মাঠে ভেড়ামারা সরকারি কলেজের ক্রীড়া বিভাগের প্রধান বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা উদযাপন কমিটির আহবায়ক জাহাঙ্গীর হোসেন জুয়েল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মফিজুর রহমান। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ খলিল উল্লাহ, প্রভাষক শফিকুর রহমান, আবু জাফর, মিঠু, আনিসুর রহমান, হেলান উদ্দিন সহ কলেজে শিক্ষক মন্ডলী। এসময় বিজয়ী ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য,৩০ জানুয়ারি ২০২৪