“ডায়াবেটিস নিয়ন্ত্রণ সর্বক্ষণ, সুস্থ দেহ সুস্থ মন” প্রতিপাদ্য বিষয় কে সামনে নিয়ে আজ ভেড়ামারা ডায়াবেটিস সমিতি আয়োজিত ডায়াবেটিস সচেতনতা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে ডায়াবেটিস সমিতির সহসভাপতি সাবেক অধ্যক্ষ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা ডায়াবেটিস সমিতির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজ।
বক্তব্য রাখেন, ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার একরামুল হক, ডায়াবেটিস সমিতির প্রতিষ্ঠাতা সদস্য ও ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডাঃ কামরুল ইসলাম মনা, ভেড়ামারা ডায়াবেটিস হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ ইবনে আল মুদাসির ইসলাম, ডাঃ লামিয়া তাসমিন জেবা প্রমূখ। পরিচালনা এবং স্বাগত বক্তব্য রাখেন ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক ড. অমরেন্দ্রনাথ বিশ্বাস। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডায়াবেটিস সমিতির প্রতিষ্ঠাতা সদস্য মদন কুমার আগরওয়ালা, পবন কুমার মন্ডিত, সদস্য আলহাজ্ব মাহাবুব আলম বিশ্বাস, তরিকুল বাহার চৌধুরী , হাসান বিন মাহামুদ ঝন্টু প্রমূখ।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ২ ৮ ফেব্রুয়ারি ২০২৩