“ডায়াবেটিস নিয়ন্ত্রণ সর্বক্ষণ, সুস্থ দেহ সুস্থ মন” প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে কুষ্টিয়ার ভেড়ামরায় ডায়াবেটিস সচেতনতা দিবস পালিত হয়।
গতকাল মঙ্গলবার সকাল ১১ টায় ভেড়ামারা ডায়াবেটিস সমিতি আয়োজিত দিবসটিতে বর্ণাঢ্য র্যালি, বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে ডায়াবেটিস সমিতির সহ-সভাপতি সাবেক অধ্যক্ষ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে ও সমিতির সাধারণ সম্পাদক ড. অমরেন্দ্রনাথ বিশ্বাসের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা ডায়াবেটিস সমিতির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজ।
বিশেষ অতিথি ছিলেন, ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার একরামুল হক, ডায়াবেটিস হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ ইবনে আল মুদাসির ইসলাম, ডাঃ লামিয়া তাসমিন জেবা, ডায়াবেটিস সমিতির প্রতিষ্ঠাতা সদস্য মদন কুমার আগরওয়ালা, পবন কুমার মন্ডিত, সদস্য আলহাজ্ব মাহাবুব আলম বিশ্বাস, তরিকুল বাহার চৌধুরী, হাসান বিন মাহামুদ ঝন্টু প্রমূখ

Discussion about this post