Print Date & Time : 6 May 2025 Tuesday 1:59 am

ভেড়ামারার প্রবীণ সাংবাদিক আলহাজ্ব আনছারুল হক আর নেই

জাতীয় দৈনিক ইনকিলাবের ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি, জাতীয়-স্থানীয় দৈনিক পত্রিকার ভেড়ামারা সংবাদপত্রের এজেন্ট লাকী স্টোর এর স্বত্বাধিকারী, ভেড়ামারা প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও প্রবীণ সাংবাদিক আলহাজ্ব আনছারুল হক (এমএ হক) গতকাল রবিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর দেড়টার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে কুষ্টিয়া সদর হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যু কালে তার বয়স হয়েছিলো ৮২ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্যাক আত্মীয় স্বজন রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন ভেড়ামারার সর্বস্তরের সংবাদিকবৃন্দ।

রবিবার রাত্রী ১০টার সময় ফারাকপুর গোরস্থান ঈদগাহ মাঠে জানাজা শেষে তাকে ফারাকপুর গোরস্থানে দাফন করা হয়। উক্ত জানাজা অনুষ্ঠানে সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সুশীল সমাজ সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ১৭ সেপ্টেম্বর ২০২৩