কুষ্টিয়ার ভেড়ামারায় ইজারাকৃত ছাড়াই অবৈধভাবে বালু উত্তোলন চলছে! সরকার রাজস্ব হারাচ্ছে। নদী ভাঙনের সম্ভবনা, পাশেই লালন শাহ সেতু এবং হাডিং ব্রীজ। দেখার কেউ নেই। সরেজমিনে গিয়ে দেখা যায় ভেড়ামারার মোকারিমপুর ইউনিয়ন এর সোলাইমান শাহের মাজার এর পাশে গোলাপনগর চর, ঢাকা পাড়া সংলগ্ন পদ্মার চর পড়ায় কতিপয় ব্যক্তি ষ্টারিং টলি যোগে প্রতিদিন রাতে ব্যাপকভাবে অবৈধ বালু উত্তোলন করার অভিযোগ পাওয়া গেছে।
বালু উত্তোলনকারীরা প্রচলিত আইন ও নিয়মকানুনের কোনো তোয়াক্কাই করছে না।
এখানে বালু উত্তোলন বন্ধ না হলে এলাকাবাসী এর কোনো সুফল পাবে না; উপরন্তু এটি পরিবেশের জন্য বিপর্যয় ডেকে আনবে।
এলাকাবাসীর দাবী অবৈধ বালু উত্তোলন ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে-এটাই তাদের প্রত্যাশা।
তদন্ত সাপেক্ষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করে অবিলম্বে এখানকার অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার দাবী জানিয়েছেন।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য,০৬ ফেব্রুয়ারী ২০২৩