ডাঃ কামরুল ইসলাম মনা : কুষ্টিয়ার ভেড়ামারায় অসহায় ও দুঃস্থ এবং কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে করোনাকালীন পরিস্থিতিতে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। আজ রবিবার বিকেল ৩ ঘটিকায় পৌর এলাকার উত্তর রেলগেট সংলগ্ন প্রায় ৩ শতাধিক পরিবারের মাঝে মাথাপিছু ৫’শত টাকা করে এই অর্থ প্রদান করা হয়। পদ্মা সেতুর বিশিষ্ট ঠিকাদার প্রকৌশলী জাকির হোসেন বুলবুলের নিজ উদ্যোগে করোনকালীন প্রাদুর্ভাবে দুঃস্থদের মাঝে তিনি এই সহায়তা প্রদান করেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার দীনেশ সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শামীমুল ইসলাম ছানা, থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান, ১ নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর ফিরোজ আলী মৃধা প্রমুখ।

Print Date & Time : 7 May 2025 Wednesday 10:05 am