আজ ভেড়ামারায় আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী আনুষ্ঠানিক ভাবে পালিত হয়। স্বাধীনতা, গনতন্ত্র ও উন্নয়নের প্রতীক এবং সংগ্রাম, অর্জনে বাংলাদেশ আওয়ামী লীগের গৌরবময় পথচলার ৭৪ বছর। এশিয়ার বৃহত্তম রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী আজ।
ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগ এই উপলক্ষে দলীয় কার্যালয়ের সামনে আজ সকাল ১০ টায় জাতীয় পতাকা উত্তোলন এবং জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেছেন।
জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল আলম চুনু ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আলহাজ্ব শামীমুল ইসলাম ছানা। এ সময় উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, পৌর আওয়ামী লীগের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নজু , ধর্মপুর ইউনিয়নের চেয়ারম্যান সামছুল হক, সাবেক চেয়ারম্যান সাহাবুল ইসলাম লালু , জুনিয়াদাহ ইউনিয়নের চেয়ারম্যান হাসানুজ্জামান হাসান, সাবেক চেয়ারম্যান শাহেদ সাহেদ আহমেদ শওকত , যুবলীগের সভাপতি আকরাম হোসেন শামীম, সাধারণ সম্পাদক মানিক মিয়াসহ পৌর ও ইউনিয়নের নেতৃবৃন্দ।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ২৩ জুন ২০২৩