Print Date & Time : 15 May 2025 Thursday 3:30 pm

ভেড়ামারায় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত

ভেড়ামারায় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। বীরমুক্তিযোদ্ধা রশিদুল আলম প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয় আয়োজিত ভেড়ামারায় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৪ তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ দিবসের উদ্দেশ্য হচ্ছে– প্রতিবন্ধীর বিষয়ে সবাইকে অনুধাবণ করতে হবে এবং তা হবে মর্যাদার সাথে। এদের অধিকার সমুন্নত রাখতে হবে। কোন ক্ষেত্রেই অবমূল্যায়ন করা যাবে না। প্রতিটি রাষ্ট্রের রাজনীতি, অর্থনীতি, সামাজিক ও সাংস্কৃতিক বলয়ে প্রতিবন্ধী ব্যক্তির অগ্রাধিকার নিশ্চিত করতে হবে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আলহাজ্ব শামীমুল ইসলাম ছানা, ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আরএমও ডাঃ সোনিয়া, ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডাঃ কামরুল ইসলাম মনা, ভেড়ামারা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরিফুজ্জামান লিপটন, বিশিষ্ট ব্যবসায়ী হাফিজুল হকসহ ছাত্র ছাত্রী, অবিভাবক এবং শিক্ষক কর্মচারীবৃন্দ।

খালিদ সাইফুল /দৈনিক দেশতথ্য/৩ডিসেম্বর২০২২