ডাঃ কামরুল ইসলাম মনা ॥ ভেড়ামারায় ইট ভাটাই কাঠ পোড়ানোর অপরাধে গতকাল ভেড়ামারার বিভিন্ন ভাটাই ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীনেশ সরকার মোবাইল কোর্ট পরিচালনা করেন। সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে ভাটাই পোড়ানো হচ্ছে কাঠ। এই কাঠ পোড়ানো নিয়ে ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ সোচ্চার হয়ে ধারাবাহিকভাবে নিউজ করায় আজ সকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীনেশ সরকার মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে সরেজমিনে গিয?ে সত্যতা প্রমাণিত হওয?ায? জ্বালানী কাঠ ব্যবহার করে ইট পোড়ানোর অপরাধে ”ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন” অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করে ভেড়ামারার এ বি এম ব্রিকস এ ১,০০,০০০/- টাকা, এ এন্ড এইচ ব্রিকস এ ৮০,০০০/- টাকা এবং এম এ বি ব্রিকস এ ৫০,০০০/- টাকাসহ মোট ২,৩০,০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করেন ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীনেশ সরকার। উপজেলা নির্বাহী কর্মকর্তা দীনেশ সরকার বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় এ অভিযানে চলমান থাকবে।

Print Date & Time : 22 August 2025 Friday 4:06 pm