কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ইমাম ও মোয়াজ্জিনদের সাথে মত বিনিময় করেন কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনের মাননীয় সংসদ সদস্য ও তথ্য মন্ত্রণালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু (এমপি)।
গতকাল শুক্রবার (১৯শে মে) সকাল ৯ টায় উপজেলা অডিটোরিয়ামে ইসলামিক ফাউন্ডেশন ভেড়ামারা শাখার আয়োজিত ভেড়ামারা উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম ও মোয়াজ্জিনদের সাথে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে মহসীন শিক্ষক কল্যান পরিষদের সাধারণ সম্পাদক মাওয়ালানা তোফায়েল আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক তথ্য মন্ত্রী, তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, জাসদ সভাপতি ও কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনের মাননীয় সংসদ সদস্য হাসানুল হক ইনু (এমপি)। আরো উপস্থিত ছিলেন, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও কুষ্টিয়া জেলা জাসদের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল আলীম স্বপন, ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, উপজেলা জাসদের সভাপতি এমদাদুল হক আতা, সাধারণ সম্পাদক এস এম আনসার আলী সহ জাসদের স্থানীয় ও কেন্দ্রীয় বিভিন্ন নেতৃবৃন্দ এবং ইমাম, মোয়াজ্জিন নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে ইমাম ও মোয়াজ্জিনদের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হয়।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ১৯ মে ২০২৩