এতিম, বিধবা, দুস্থ, অসহায়, প্রতিবন্ধী এবং সমাজের পিছিয়ে পড়া মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে খাদ্য সামগ্রী বিতরন করেছে ভেড়ামারা বিনামূল্যে চিকিৎসালয়।
চাউল, ডাউল, তেল, চিনি, ডিটারজেন্ট পাউডার, সেমাই, লবন সহ ৭ ধরনের খাদ্য সামগ্রী অসহায় পরিবার গুলোর হাতে তুলে দেওয়া হয়। ঈদের দিনের জন্য খাদ্য পেয়ে অসহায় মুখে হাসি ফুটে উঠে। বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পুলিশের ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইকবাল।
ভেড়ামারা বিনামূল্যে চিকিৎসালয়ের সভাপতি সাংবাদিক শাহ্ জামাল’র সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ভেড়ামারা পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব শামীমুল ইসলাম ছানা, ভেড়ামারা পৌরসভার সাবেক প্যানেল মেয়র আলহাজ্ব মাহাবুব আলম বিশ্বাস, বিনামূল্যে চিকিৎসালয়’র উপদেষ্টা আতিয়ার রহমান মৃধা, ধরমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল হক, ভেড়ামারা বিনামূল্যে চিকিৎসালয়ের নিয়মিত চিকিৎসক ডা: সাফফাত হোসেন রানা, ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর হোসেন জুয়েল, ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডা: কামরুল ইসলাম মনা, ভেড়ামারার সিনিয়র সাংবাদিক দৈনিক যুগান্তর প্রতিনিধি রেজাউল করিম, ভেড়ামারা বিনামূল্যে চিকিৎসালয়ের সাধারণ সম্পাদক নোমান জহির রাজা, অর্থ বিষয়ক সম্পাদক উজ্জল হোসেন প্রমুখ।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ১৯ এপ্রিল ২০২৩