জাহিদ হাসান,ভেড়ামারা (কুষ্টিয়া): ভেড়ামারায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার পৌছে দেয়ার লক্ষ্যে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
গতকাল বৃহস্পতিবার দুপুর ১ টায় কুষ্টিয়া জেলা পরিষদের উদ্যােগে ভেড়ামারা উপজেলা পরিষদ হলরুমে উপজেলার ৬ টি ইউনিয়ন ও পৌরসভায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠুর সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সদর উদ্দিন খান।
বিশেষ অতিথি ছিলেন, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলী, উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজ, ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রফিকুল আলম চুনু, ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ইন্দোনেশিয়া সহ ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ভেড়ামারা পৌর আওয়ামী লীগের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল মুকুল।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post