Print Date & Time : 20 July 2025 Sunday 10:46 pm

ভেড়ামারায় কাজীহাটায় মাছের খাবার রাখার ঘরে আগুন!

ভেড়ামারায় কাজীহাটা টিকটিকি পাড়া বিল সংলগ্ন স্থানে মাছের খাবার রাখার ঘরে আগুন।

লিখিত অভিযোগ ও এলাকাবাসীর থেকে জানা যায় কাজীহাটা টিকিটিকি পাড়া বিল সংলগ্ন স্থানে নিজ ও লীজকৃত জমির উপরে ০২টি পুকরে ২৪/০৭/২০২৩ তারিখ রাত অনুমান ০১.০০ ঘটিকার পরবর্তী সময়ে বিবাদী-অজ্ঞাতনামা কে বা কাহারা বৈদ্যুতিক লাইন কেটে ০২টি পুকুরে মাছ চাষের জন্য মাছের খাবার রাখার ঘরে আগুন ধড়িয়ে দিলে ঘরে থাকা মাছের ৫০টি বস্থায় খাবার, ০২টি চকি, কলার ০৫টি কাদিতে প্রায় ৩৫০টি কলা, ফ্যান সহ প্রয়োজনীয় জিনিস পত্রাদী আগুনে পুড়ে যায়।

উক্ত বিবাদী-অজ্ঞাতনামা কে বা কাহারা আগুন লাগালে ঘরের পাশে থাকা কলার গাছ ও অন্যান্য গাছ-গাছালী আগুনে নষ্ট হয়ে যায়। এতে ভুক্তভোগীর প্রায় ১,০০,০০০/= (এক লক্ষ) টাকার ক্ষয়ক্ষতি হয়ে থাকে।

এমতাবস্থায় ভুক্তভোগী একজন অসহায় হিসাবে উপরোক্ত বিষয়ে সুষ্ট তদন্ত সাপেক্ষে দ্রুত বিবাদী অজ্ঞাতনামা কে বা কাহারদের আইনের আওতায় আনতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে আলোচনা করে তাদের সাথে কথা বলে অত্র থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করে।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ২৪ জুলাই ২০২৩