নিজস্ব প্রতিবেদক ॥ মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার উদ্যোগে ইউনিসেফ এর সহায়তায় “শিশু বিবাহ নিরসনকে প্রাধান্য দিয়ে কিশোর কিশোরীদের কল্যাণে উপযুক্ত পরিবেশ সৃষ্টি”প্রকল্পের অধীনে ভেড়ামারা উপজেলার হালিমা বেগম একাডেমী মাধ্যমিক বিদ্যালয়ে শিশু বিবাহ বন্ধে কিশোর কিশোরীদের অংশগ্রহণে বিভিন্ন স্টেকহোল্ডারদের কনসালটেশন সভা অনুষ্ঠিত হয়। উক্ত কনসালটেশন সভায় সভাপতিত্ব করেন মোঃ শফিকুল ইসলাম,প্রধান শিক্ষক,হালিমা বেগম একাডেমী মাধ্যমিক বিদ্যালয়। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ আবু নাসের,উপজেলা সমাজসেবা কর্মকর্তা ভেড়ামারা। অন্যান্য অতিথি হিসাবে আলোচনা সভায় অংশ নেন মোঃ কামরুজ্জামান, সহকারী শিক্ষক, হালিমা বেগম একাডেমী মাধ্যমিক বিদ্যালয়, ফামিদা পারভীন,সহকারী শিক্ষিকা,হালিমা বেগম একাডেমী মাধ্যমিক বিদ্যালয়,মোঃ আনোয়ার আলী,বাবা দলের সভাপতি ,কুলসুম বেগম,মা দলের সভাপতি,আসাদুর রহমান,সমাজসেবক।সভায় কিশোর কিশোরীদের মধ্যে আলোচনা সভায় অংশ নেয় তাসমিয়া ইসলাম কথা,দশম শ্রেণী,হালিমা বেগম একাডেমী মাধ্যমিক বিদ্যালয়, রাসেল খান,দশম শ্রেণী,দামুকদিয়া মাধ্যমিক বিদ্যালয়,তাসমিনা খাতুন,দশম শ্রেণী,পরানখালি মাধ্যমিক বিদ্যালয়,হালিমা খাতুন,দশম শ্রেণী,এ.এস.কে.এম.পি মাধ্যমিক বিদ্যালয় সহ আরো অনেকে। ।সভায় মুক্তির পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন,জীবন্নাহার খাতুন,প্রকল্প সমন্বয়কারী এবং সঞ্চালনার দায়িত্ব পালন করেন,রকিবুল ইসলাম কর্ণেল,উপজেলা সমন্বয়কারী। সার্বিক সহায়তায় ছিলেন,সালমা খাতুন,ওয়াজেদ আলী ও মোঃ আরিফুল ইসলাম,ইউনিয়ন ফ্যাসিলিটেটর।

Print Date & Time : 4 August 2025 Monday 9:30 am