জাহিদ হাসান, ভেড়ামারা (কুষ্টিয়া): ভেড়ামারায় কিশোর-কিশোরীদের নেতৃত্ব বিষয়ক এক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদে গতকাল মঙ্গলবার সকাল ১০ টায় পিকেএসএফ এর সহযোগিতায় কিশোর ক্লাব এবং ওয়েভ ফাউন্ডেশন এর উদ্যোগে নেতৃত্ব বিষয়ক এই ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
ফাউন্ডেশনের উপজেলা প্রোগ্রাম অফিসার উম্মে হাফসা ফারহাদীর পরিচালনায় অনুষ্ঠিত ওরিয়েন্টেশনে উপস্থিত ছিলেন, চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাফিজ তপন, সংরক্ষিত মহিলা মেম্বার মোছাঃ তাহেরা খাতুন ও মোছাঃ শেফালী খাতুন।
উক্ত ওরিয়েন্টেশনে অংশগ্রহন করে, ৪ নং ওয়ার্ড সভাপতি সাইফুল ইসলাম ও ৫ নং ওয়ার্ড সভানেত্রী সাদিয়া ইসলাম সহ অন্যান্য ওয়ার্ডসমূহের কিশোর-কিশোরী ক্লাবের সভাপতি ও সম্পাদক। অনুষ্ঠানে ইভটিজিং ও বাল্য বিবাহ প্রতিরোধসহ টিন এজারদের মোবাইল ফোন আসক্তি দূরীকরণের বিষয়ে আলোকপাত করেন প্রশিক্ষকেরা।
দৈনিক দেশতথ্য//এসএইচ//