Print Date & Time : 24 August 2025 Sunday 10:52 pm

ভেড়ামারায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালন

“বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় কুষ্টিয়া ভেড়ামারায় বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস-২৩ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

গতকাল শুক্রবার (২৮শে এপ্রিল) সকালে দিবসটি উদযাপন উপলক্ষে ভেড়ামারা উপজেলা চত্বরে বর্ণাঢ্য র‌্যালি ও দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজ, সহকারী কমিশনার (ভূমি) রেকসোনা খাতুন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র শামীমুল ইসলাম ছানা, ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আকিব হোসেন, কৃষি কর্মকর্তা শায়খুল ইসলাম, আইসিটি কর্মকতা আলমঙ্গীর হোসেন, মোকারিমপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুস সামাদ, জাতীয় মহিলা সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আসমান আলী, তথ্যসেবা কর্মকর্তা তানিয়া খন্দকার সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের অফিসার ও আইন বিষয়ক মহিলা সদস্যগণ উপস্থিত ছিলেন।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ২৮ এপ্রিল ২০২৩