Print Date & Time : 9 September 2025 Tuesday 11:09 pm

ভেড়ামারায় জাতীয় কবির জীবন, সাহিত্য নিয়ে আলোচনা ও লাইভ আড্ডা

কুষ্টিয়া সাহিত্য পরিষদ (কে.এস.পি) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ৪৭ তম মৃত্যু দিবস উপলক্ষে কবির জীবন, সাহিত্য, কবিতা নিয়ে বিশেষ আলোচনা ও লাইভ আড্ডা অনুষ্ঠানের আয়োজন করে।

গতকাল মঙ্গলবার (২৯শে আগষ্ট) সন্ধ্যা ৭ টায় ভেড়ামারা থানার সামনে কুষ্টিয়া সাহিত্য পরিষদ (কে.এস.পি) অস্থায়ী কার্যালয়ে জাতীয় কবি, প্রাণের কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এঁর রচিত সাহিত্য কর্ম নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কুষ্টিয়া সাহিত্য পরিষদ (কে.এস.পি)’র প্রতিষ্ঠাতা ও সভাপতি, লেখক, গল্পকার, সংগঠক আসমান আলীর পরিচালনায় লাইভ আলোচনায় এবং কবিতা আবৃত্তি করেন,

কবি মুন্সী আশরাফ, ভেড়ামারা সরকারি মহিলা কলেজের শিক্ষক মোঃ আরশেদ আলী, হাসানুজ্জামান খসরু, মোঃ আতিকুর রহমান, মোঃ মনির উদ্দিন, আমিনুল ইসলাম ফিটু, আশরাফুল ইসলাম চাঁদ, খ,ম আঃ শুকুর, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, ফরিদ উদ্দিন, মোশাররফ হোসেন, আলহাজ্ব আবু বক্কর, আরিফুর রহমান, জাহিদুল ইসলাম, তৌহিদুল ইসলাম, তারিকুল ইসলাম তারিক, শেখ মিলন আলী, হাসান খায়রুজ্জামান, সানজিদা ইসলাম নৈশী, শাকিলা খাতুন রিনি, মারিয়া সুলতানা, ফাতেমা আক্তার রাথি, জাহিদ হাসান প্রমুখ।

“কাজী নজরুল ইসলাম” নামটি বাঙালীর হৃদয়ের মণিকোঠায় রয়ে যাবে যুগ যুগ নিভৃতে-নীরবে। বাংলা সাহিত্যে তাঁর অবদান চিরস্মরণীয়। বাংলা ভাষায় লেখনীর মাধ্যমে এক বিরাট জনগোষ্ঠীকে এক বাঁধনে বেঁধে রেখেছেন তিনি। ছোট্ট সেই দুখুমিয়ার কলমের প্রতিবাদী খোঁচায় যুগে যুগে মানুষকে অনুপ্রাণিত করেছে, সমৃদ্ধ করেছে, রুখে দাঁড়াবার শক্তি দিয়েছে, পথ চলবার সাহস যুগিয়েছে এবং নতুন পথ চিনিয়েছে। তিনি চলে গেছেন, আমাদের দিয়ে গেছেন তার অমূল্য বাণী। যে বাণী আজও অতি-প্রাসঙ্গিক, নবীন, নন্দিত। তাইতো কবি লিখেছেন “ভুলিতে পারিনে তাই আসিয়াছি পথ ভুলি, ভোলো মোর সে অপরাধ, আজ যে লগ্ন গোধুলি।” আসলেই কবি তোমাকে ভোলা ভীষণ দায়। জাতীয় কবির ৪৭ তম প্রয়াণ দিবসে জানাই তাহার প্রতি বিনম্র শ্রদ্ধা।

খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ২৯ আগষ্ট ২০২৩