ফিলিস্তিনে যুগ যুগ ইসরায়েলি দখলদারিত্ব হত্যাযজ্ঞের প্রতিবাদে, ফিলিস্তিনের অসহায় শিশু, নারী নিরস্ত্র মানুষ হত্যার বিরুদ্ধে কুষ্টিয়া ভেড়ামারায় জাতীয় যুবজোট ভেড়ামারা পৌর শাখার উদ্যোগে শহরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার (১৬ অক্টোবর) সকাল ১১ টায় ভেড়ামারা প্রেসক্লাবের সম্মুখে মানববন্ধন ও পরে বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
উক্ত মানববন্ধনে জাতীয় যুবজোট ভেড়ামারা পৌর শাখার সভাপতি নাসিমুল হক নিপু ও সাধারণ সম্পাদক মালেকুল ইসলাম মানিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জাসদ ভেড়ামারা উপজেলা শাখার সাধারণ সম্পাদক এস এম আনছার আলী, কুষ্টিয়া জেলা যুবজোটের পরিবেশ বিষয়ক সম্পাদক রকিব সরকার, কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি সাজেদুল ইসলাম তুহিন, জেলা যুবজোট নেতা মিনারুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী বোরহান খন্দকার।
এসময় আরো উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা জাসদের কৃষি বিষয়ক সম্পাদক বশির উদ্দিন বাচ্চু, ভেড়ামারা পৌর জাসদের সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল মোঃ বকুল, বাহিরচর ইউনিয়ন জাসদের সাধারণ সম্পাদক আবু হাসান, জাতীয় যুবজোট ভেড়ামারা উপজেলা শাখার সাধারণ সম্পাদক কাজী রাকিবুল হক সজল, পৌর যুবজোটের সাধারণ সম্পাদক মালেকুল ইসলাম মানিক, কুষ্টিয়া জোলা যুবজোটের তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম পারভেজ, সমাজ সেবা বিষয়ক সম্পাদক হুমায়ন কবির জনি, মালেকুল ইসলাম মানিক, বকুল হোসেন, সুমন আলী, উপজেলা যুবজোট নেতা, নুরসালাম, ইসরাফিল, ভোলা, কবির হোসেন তুষার, রকিবুল ইসলাম রঞ্জু, পৌর যুবজোটের নেতা মাসুম রানা, জিহাদ হোসেন মিঠু, হাফিজুর রহমান, সুলতান হাসান, মুন্না হোসেন, ওয়ারেস আলী, নাহিদ লিংকন, তুহিন কোরবান, সাক্ষাৎ মন্ডল, সুজন, সম্রাট, শুভ, রাসেল হোসেন কটা, উত্তম কুন্ডু, ধরমপুর ইউনিয়ন যুবজোটের সভাপতি হাসমত আলী অপু, সাধারণ সম্পাদক নাঈম আহম্মেদ নয়ন, জুনিয়াদহ ইউনিয়ন যুবজোটের সাধারন সম্পাদক সুজন আলী, মোকারিমপুর ইউনিয়ন যুবজোটের সভাপতি সাহাবুল বিশ্বাস, সাধারণ সম্পাদক সুজন আলী, চাঁদগ্রাম ইউনিয়ন যুবজোটের সভাপতি শামীম হোসেন উজ্জ্বল, বাহিরচর ইউনিয়ন যুবজোটের সভাপতি টিক্কা মুন্সী প্রমুখ।
মানববন্ধনে তারা উচ্চস্বরে বলতে থাকেন, “হাত গুটাও মারো কিল, ফুরিয়ে গেছে তোমার দিন”।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ১৬ অক্টোবর ২০২৩

Discussion about this post