কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা প্রশাসন ও শিক্ষা অফিসের আয়োজনে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ও সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার (১২ শে জুলাই) সকালে উপজেলা পরিষদ হল রুমে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও সমাপনি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আখতারুজ্জামান মিঠু।
বিশেষ অতিথি ছিলেন, ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম জহির, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক এসএম আনছার আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শরিফুল ইসলাম, শিক্ষা অফিসার আহসান আরা, ভেড়ামারা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জব্বার প্রমূখ। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ১২ জুলাই ২০২৩